সালমান রুশদির প্রশংসা করায় লেখিকার ওপর হামলা

দক্ষিণ আফ্রিকায় ভারতীয় বংশোদ্ভূত এক লেখিকা জয়নাব প্রিয়া দালা বিতর্কিত লেখক সালমান রুশদির লেখার প্রশংসা করেছিলেন। আর সেটাই তার জন্য কাল হয়েছে। সারা বিশ্বে মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়া রুশদির সুনাম করায় তার ওপর হামলা চালানো হয়েছে। গত সপ্তাহে ওই লেখিকার মুখম-লে ইট দিয়ে সজোরে আঘাত করা হয়। তাকে গালিগালাজও করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। গত সপ্তাহে দেশটির পূর্ব উপকূলীয় শহর ডারবানের একটি স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে রুশদির লেখার প্রশংসা করেছিলেন তিনি। গত শনিবার নিজের লেখা একটি উপন্যাস ‘হোয়াট অ্যাবাউট মিরা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজনের কথা ছিল দালার। ওই একই দিন ছিল দক্ষিণ আফ্রিকার মানবাধিকার দিবস। কিন্তু, সেই দিন আহত হওয়ার কারণে মোড়ক উন্মোচনের তারিখটি পিছিয়ে দেয়া হয়েছে। ঘটনার বিবরণে বলা হচ্ছে, হোটেল থেকে বের হওয়ার পর দালাকে অনুসরণ করে অজ্ঞাত ৩ ব্যক্তি। হোটেল থেকে ওই লেখিকা তার গাড়ি নিয়ে বের হন। ওই ৩ ব্যক্তিও অপর একটি গাড়িতে তাকে অনুসরণ করে এবং রাস্তার পাশে গাড়ি থামাতে বাধ্য করে তাকে। দালা গাড়ি থামালে, তার গাড়ির কাছে আসে ২ ব্যক্তি। একজন তার গলায় ছুরি ধরে এবং আরেকজন তাকে গালিগালাজ করতে থাকে এবং ইট দিয়ে সজোরে মুখে আঘাত করে। এদিকে এ হামলাকে ‘মর্মান্তিক ও অবমাননাকর’ বলে মন্তব্য করেছেন সালমান রুশদি। একটি টুইট-বার্তায় রুশদি লিখেছেন, এ ঘটনা শুনে আমি ব্যথিত। আশা করি আপনি ভালোভাবে সুস্থ হয়ে উঠছেন। অনেক শুভকামনা রইলো। জবাবে দালা বলেছেন, আপনাকে ধন্যবাদ। আমার পাশে আমার পরিবার ও সন্তানরা রয়েছে এবং আমি সুস্থ হয়ে উঠছি। হামলার ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেছেন দালা। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

No comments

Powered by Blogger.