‘দুই-একদিনের মধ্যে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত’

স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ প্রায় তিন মাস পর প্রকাশ্যে আলোচনা সভায় বক্তব্য রেখেছেন বিএনপির সিনিয়র নেতারা। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে ঘোষিত তিন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি যাবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান। এ বিষয়ে দুই-একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। আজ বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভার তিনি এসব কথা জানান। মাহবুবুর রহমান বলেন,  সিটি নির্বাচনে প্রার্থী নিয়ে বিএনপির কোন সমস্যা নেই। তবে নির্বাচনে অংশ নিতে আমাদের শর্ত থাকবে। প্রার্থীদের নির্বিঘেœ কাজ করার সুযোগ করে দিতে হবে। যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের বিষয়টিও সরকারকে বিবেচনা করতে হবে। তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে এবং বিপুল ভোটে জয়লাভ করবে। বিএনপি সরাসরি প্রার্থী দেবে নাকি অন্য কাউকে সমর্থন করবেÑ এমন প্রশ্নের জবাবে বিএনপির এই সিনিয়র নেতা বলেন,  সুশীল সমাজের সদস্যদের মধ্যে আমাদের লোক আছে। তাদেরকেও সমর্থন দিতে পারি। বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে  আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, আবদুল হালিম, ব্যারিস্টার হায়দার আলী, বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী প্রমুখ বক্তব্য দেন। এছাড়া দর্শক সারিতে বসে ছিলেন বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব. ) আখতারুজ্জামান, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসেন, মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা, জাসাসের সভাপতি এমএ মালেক, সাবেক এমপি বিলকিস ইসলাম,  মহিলা দলের ঢাকা মহানগরের সভানেত্রী সুলতানা আহম্মেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীনসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করছেন দলের সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন। পরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা গান পরিবেশন করেন।

No comments

Powered by Blogger.