ভারতে ট্রেনের বগি লাইনচ্যুত

ভারতে বেঙ্গালুরুর আনেকুলার কাছে শুক্রবার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১১ জনের প্রাণহানি ও ৬০ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
রেলওয়ে কর্মকর্তারা জানান, শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে বেঙ্গালুরু থেকে কেরালার আরনাকুলামগামী বেঙ্গালুরু-আরনাকুলাম আন্তঃনগর ট্রেনটি কর্ণাটক-তামিলনাড়– সীমানার কাছাকাছি আনেকালের বেলাগোন্ডাপল্লি নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়ে। এতে আন্তঃনগর ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই কর্ণাটক সরকার দ্রুত ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠায় এবং উদ্ধার অভিযান শুরু করে। বগির নিচ থেকে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আরও অনেকে সেখানে আটকে আছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

No comments

Powered by Blogger.