দিল্লির উপমুখ্যমন্ত্রী হচ্ছেন মনীষ

ভারতে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে ১৪ ফেব্রুয়ারি শপথ নেবেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পেতে চলেছেন কেজরিওয়াল ঘনিষ্ঠ মনীষ সিসোদিয়া। অরবিন্দ কেজরিওয়াল এবার মন্ত্রীদের নতুন দল নিয়ে এগোতে চাচ্ছেন। তার সম্ভাব্য মন্ত্রিসভায় এ পর্যন্ত যাদের নাম রয়েছে তারা হলেন- ইমরান হুসেন, জিতেন্দ্র তোমর, সত্যেন্দ্র জৈন, কপিল মিশ্র এবং সন্দ্বীপ কুমার। এছাড়া আসীম আহমেদ খানও মন্ত্রী হতে পারেন। স্পিকার হচ্ছেন রাম নিবাস গোয়েল। ডেপুটি স্পিকার হতে চলেছেন বন্দনা কুমারী। বৃহস্পতিবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জংয়ের কাছে মন্ত্রীদের নামের সূচি পাঠানো হয়। উপমুখ্যমন্ত্রী হিসেবে যার নাম সামনে এসেছে সেই মনীষ সিসোদিয়া ২০১৩-র এএপি মন্ত্রিসভায় শিক্ষা ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি পতপড়গঞ্জ বিধানসভা ক্ষেত্র থেকে এ নিয়ে পরপর দু’বার বিধায়ক নির্বাচিত হলেন। ২০১৩ সালের নির্বাচনে দিল্লিতে ত্রিশঙ্কু ফল হয়।
সে সময় বিজেপি ৩২টি, এএপি ২৮টি, কংগ্রেস ৮টি এবং অন্যরা ২টি আসনে জয়ী হয়। সেসময় এএপি এবং কংগ্রেসের মধ্যে জোট করে সরকার গড়েন অরবিন্দ কেজরিওয়াল। ৪৯ দিন সরকার চালানোর পরে ইস্তফা দেন তিনি। তারপর থেকে প্রেসিডেন্টের শাসন জারি হয় সেখানে। ৭ ফেব্রুয়ারি নতুন করে বিধানসভা নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ইতিহাস সৃষ্টি করেছে আম আদমি পার্টি। ফের দিল্লিতে সরকার গড়তে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভায় কোনো নারী স্থান পাচ্ছেন না। সাবেক ছয় মন্ত্রীর দু’জন বহাল রাখা হচ্ছে। গত আমলের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন এবারও মন্ত্রিসভায় থাকছেন। আন্না হাজারের আন্দোলনের সময় থেকে কেজরিওয়ালের সঙ্গে আছেন তিনি। ছয় মন্ত্রী অন্য যারা থাকতে পারেন- অসীম আহমেদ (মতিয়া মহল) জিতেন্দ্র তমার (ত্রিনগর), গোপাল রায় (বাবরপুর) ও সন্দীপ কুমার (সুলতানপুর) সাবেক মন্ত্রী সোমনাথ ভার্তি, রাখি বিরলা, গিরীশ শনি ও সৌরভ ভাদ্রজ এবার বাইরে থাকছেন।

No comments

Powered by Blogger.