শান্তি আলোচনায় বিশ্ব সুন্দরীকে চায় ফার্ক গেরিলারা

কলম্বিয়ার বিশ্ব সুন্দরীকে ‘মিস ইউনিভার্স’ সরকারের সঙ্গে শান্তি আলোচনায় মধ্যস্থতা করার আহ্বান জানিয়েছে দেশটির বিদ্রোহীগোষ্ঠী ফার্ক। নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মিস ইউনিভার্স পাউলিনা ভেগার (২২) প্রতি এ আহ্বান জানিয়েছে ফার্ক। তবে পাউলিনা ভেগা এখনও বিদ্রোহীদের এ আহ্বানে সাড়া দেননি। রোববার এ খবর প্রকাশ করেছে বিবিসি।
গত দুই বছর ধরে সরকারের সঙ্গে সমঝোতা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফার্ক বিদ্রোহীরা। দীর্ঘ ৫০ বছর ধরে সরকারের বিরুদ্ধে বিদ্রোহীরা যুদ্ধে লিপ্ত রয়েছে। বিভিন্ন সময় কলম্বিয়া সরকারের সঙ্গে তাদের সমঝোতা ও যুদ্ধবিরতি চুক্তি হলেও তা আবার নানা কারণে ভেস্তে গেছে। সরকার ও ফার্কের পক্ষ থেকে শান্তিচুক্তিতে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু কিউবার রাজধানী হাভানায় দুই পক্ষের আলোচনা ঝুলে রয়েছে। এই অবস্থায় ফার্ক চাইছে, সরকারের সঙ্গে শান্তিচুক্তির জন্য মধ্যস্থতা করুক বিউটি কুইন পাউলিনা ভেগা। ভূমি ব্যবস্থাপনা ও ফার্কের রাজনৈতিক অধিকার নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত। কিন্তু স্থায়ী সংঘাত মীমাংসায় শান্তিচুক্তির বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। মিস ইউনিভার্স ২০১৪-এর মুকুট জয়ের পর পাউলিনা ভেগা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি কলম্বিয়ায় শান্তি দেখতে চান। তার ইচ্ছাকে স্বাগত জানিয়ে ফার্ক তাদের বিবৃতিতে আহ্বান জানিয়েছে, পাউলিনা ভেগা যেন শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করেন। তবে বিউটি কুইনের প্রতি ফার্কের এ আহ্বানকে ‘বিস্ময়কর’ বলে মন্তব্য করেছে সংশ্লিষ্ট অনেকেই। ফার্ক বিদ্রোহীরা মার্ক্সপন্থী। ফলে বিউটি কুইনকে শান্তির দূত করার প্রস্তাব বিস্ময় জাগানোর মতোই।

No comments

Powered by Blogger.