জিম্মি ছাত্রীদের মুক্তির আহ্বান মালালার

নোবেল শান্তি বিজয়ী মালালা ইউসুফজাই (১৭) নাইজেরিয়ায় বোকো হারামের হাতে জিম্মি দুই শতাধিক স্কুলছাত্রীর মুক্তির জন্য বৈশ্বিক সহায়তার আহ্বান জানিয়েছে। ওই স্কুলছাত্রীরা ৩০০ দিন ধরে বোকো হারামের হাতে জিম্মি রয়েছে। মালালা রোববার বলেছে, ‘নাইজেরিয়ায় অপহৃত দুই শতাধিক স্কুলছাত্রী আজ ৩০০ দিন ধরে বোকো হারামের কাছে জিম্মি রয়েছে। আমি ওই সব ছাত্রীর মুক্তির জন্য জরুরি পদক্ষেপ নিতে বিশ্বের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।’ সে এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেছে, ‘জিম্মি ছাত্রীরা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষমতাধরদের সন্তান হলে তাদের উদ্ধারে আরও কার্যকর পদক্ষেপ নেয়া হতো।’ 
কিন্তু তারা নাইজেরিয়ার দরিদ্র উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দা। তাই অপহরণের পর খুব কমই চেষ্টা করা হয়েছে।’ ‘এই দুঃসহ ঘটনার অবসান হওয়া উচিত। নেতৃবৃন্দকে জিম্মি ছাত্রীদের উদ্ধার নিশ্চিত করতে হবে।’ সে আরও বলেছে, আগামী নির্বাচনে জয়ী রাজনীতিবিদদের জিম্মি সব ছাত্রীকে মুক্ত করার অঙ্গীকার এবং নাইজেরিয়ার সব ছেলেমেয়ের শিক্ষা নিশ্চিত করা নতুন সরকারের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার হওয়া উচিত। গত বছরের ১৪ এপ্রিল সন্ধ্যায় নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বোর্নিও রাজ্যের প্রত্যন্ত চিবুক শহরে সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২৭৬ ছাত্রীকে জিম্মি করে বোকো হারামের যোদ্ধারা। এর মধ্যে ৫৭ জন পালিয়ে আসতে সক্ষম হলেও এখনও ২১৯ জন জঙ্গিদের হাতে জিম্মি রয়েছে। বোকো হারামের হাতে জিম্মি ছাত্রীদের মুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য মালালা (১৭) নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথনকে আহ্বান জানাতে গত বছর জুলাই মাসে দেশটি সফরে যায়।

No comments

Powered by Blogger.