রাজধানীতে জামায়াতের মিছিল, ককটেল বিস্ফোরণ

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে রাজধানীর মগবাজারে মিছিল করে জামায়াত। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মগবাজার রেলগেইট এলাকা থেকে মিছিলটি বের হয়। এতে রমনা থানা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান, জামায়াত নেতা জিল্লুর রহমান, ইউসুফ আলী মেল্লা, আকতার হোসেন ও সুলতান মাহমুদসহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া সকাল ৮টার দিকে মাদরাটেক এলাকায় শিবির ঢাকা মহানগর পূর্ব শাখা বিক্ষোভ মিছিল বের করে। শাখা সেক্রেটারি এম শামীমের নেতৃত্বে মিছিলে অংশ নেন সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, অফিস সম্পাদক সোহেল রানা মিটু, প্রচার সম্পাদক আব্দুল কাদেরসহ শিবির নেতাকর্মীরা। এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এদিকে বকশিবাজারে চকবাজার থানা শিবির হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন চকবাজার থানা শিবিরের সভাপতি হেলাল উদ্দিন। এতে উপস্থিত ছিলেন আলিয়া মাদ্রাসার সভাপতি রেদোয়ান উল্লাহ, সেক্রেটারি আশরাফুল আলমসহ শিবির নেতাকর্মীরা। মিছিল থেকে তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা চলে যান।

রাজধানীতে জামায়াতের মিছিল, ককটেল বিস্ফোরণ
অনলাইন ডেস্ক: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে রাজধানীর মগবাজারে মিছিল করে জামায়াত। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মগবাজার রেলগেইট এলাকা থেকে মিছিলটি বের হয়। এতে রমনা থানা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান, জামায়াত নেতা জিল্লুর রহমান, ইউসুফ আলী মেল্লা, আকতার হোসেন ও সুলতান মাহমুদসহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া সকাল ৮টার দিকে মাদরাটেক এলাকায় শিবির ঢাকা মহানগর পূর্ব শাখা বিক্ষোভ মিছিল বের করে। শাখা সেক্রেটারি এম শামীমের নেতৃত্বে মিছিলে অংশ নেন সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, অফিস সম্পাদক সোহেল রানা মিটু, প্রচার সম্পাদক আব্দুল কাদেরসহ শিবির নেতাকর্মীরা। এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এদিকে বকশিবাজারে চকবাজার থানা শিবির হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন চকবাজার থানা শিবিরের সভাপতি হেলাল উদ্দিন। এতে উপস্থিত ছিলেন আলিয়া মাদ্রাসার সভাপতি রেদোয়ান উল্লাহ, সেক্রেটারি আশরাফুল আলমসহ শিবির নেতাকর্মীরা। মিছিল থেকে তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা চলে যান।

No comments

Powered by Blogger.