মাসকাদজার শতকে নির্ভার জিম্বাবুয়ে (৩৩১/৫)

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আজ বুধবার বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের তৃতীয় দিনে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ৩৩১ রান। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান পেয়েছেন ৩টি উইকেট। জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসকাদজা ১৫৪ রান ও রেগিস চাকাবভা ৭৫ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন। মাসকাদজা দ্বিতীয় দিনের ১৫ রান নিয়ে খেলতে নেমে আজ তৃতীয় দিনে ১৭টি ৪ এবং দুটি ৬ মেরে এই রান পূর্ণ করেন। এটি ছিল তার ক্যারিয়ারের ৪র্থ শতক। এ ছাড়া চাকাবভা ১০টি ৪ মেরে ৭৫ রান তুলতে সক্ষম হন। এই জুটি ৪৭.১ ওভারের পার্টনারশীপে ১৪২ রান তোলেন। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিনে এক উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছিল জিম্বাবুয়ে। তৃতীয় দিন খেলতে নামার পর শুরুতেই অতিথি শিবিরের ওপর আঘাত হানেন বোলার তাইজুল। ব্যক্তিগত ২৫ রানে এবং দলীয় ৮৪ রানের মাথায় তাইজুলের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ব্রায়ান চারি। আগের দিন সিকান্দার রাজাকেও আউট করেছিলেন তিনি। এরপর ভালোভাবেই মাসকাদজা-টেইলর জুটি এগিয়ে যাচ্ছিলেন। এই জুটি ভয়ংকরও হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ করেই বদলে গেল দৃশ্যপট। সাকিব আল হাসান বল হাতেই কাঁপিয়ে দিলেন জিম্বাবুয়েকে। সাকিবের বলটি লেগের দিকে ঘুরাতে গিয়েই ফাঁদে পা দেন জিম্বাবুয়ের সেরা ব্যাটসম্যান টেলর। তৃতীয় উইকেটে মাসকাদজার সাথে দুর্দান্ত খেলতে থাকা অতিথি অধিনায়ক ব্রেন্ডন টেলরকে প্যাভিলিয়নে ফেরত পাঠান সাকিব। তার বলে ব্যক্তিগত ৩৭ রানে মমিনুলের কাছে ক্যাচ দিয়েছেন টেলর। টেলরের পর সাকিবের দ্বিতীয় শিকার হন ক্রেইগ আরভিন। তিনি ১৭ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিযে সাঝঘরে ফিরে যান। সাকিবের তৃতীয় শিকার এল্টন চিগুম্বরা মাত্র ১ রানে মমিনুলের হাতে ক্যাচ তুলে দেন।৩৮ রানেই সাকিব তুলে নেন ৩ উইকেট। তৃতীয় দিনের শুরুতেই দুটি ক্যাচ মিস করেছে টাইগাররা। দুইবারই শামসুর রহমান শুভর হাত থেকে জীবন পেয়েছেন জিম্বাবুয়ের অন্যতম ব্যাটসম্যান মাসাকাদজা। ব্যক্তিগত ১৫ রানের মাথায় রুবেলের বলে ক্যাচ তুলে দেন তিনি। দ্বিতীয় বার ১৯ রানের মাথায়। এবার বোলার ছিলেন তাইজুল ইসলাম। উইকেটরক্ষক মুশফিকুর রহিমও হাতছাড়া করেন স্ট্যাম্পিংয়ের দারুণ এক সুযোগ। এর আগে তামিম-সাকিবের জোড়া শতকে বাংলাদেশের প্রথম ইনিংস ৪৩৩ রানে শেষ হয়। ৩ টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সূত্র : বাসস।

No comments

Powered by Blogger.