‘বাবার মতো শক্ত মানুষ আমি দেখিনি’ -কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল

>>জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান কারাগারে সুস্থ, স্বাভাবিক ও শক্ত আছেন বলে দাবি করেছেন তাঁর ছেলে হাসান ইকবাল। তিনি বলেন, ‘বাবার মতো শক্ত মানুষ আমি দেখিনি।’ আজ বুধবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা দেখা করেন। সেখান থেকে বেরিয়ে ছেলে হাসান ইকবাল সাংবাদিকদের কাছে এমন দাবি করেন। কারা কর্তৃপক্ষ জানায়, কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে তাঁর পরিবারের ১০ জন সদস্য আজ সকাল ১০টার আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসেন। কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাঁরা ভেতরে যান। তাঁরা কামারুজ্জামানের সঙ্গে আধঘণ্টা সময় কাটান। পরিবারের সদস্যরা সকাল ১০টা ৩৮ মিনিট থেকে বেলা ১১টা আট মিনিট পর্যন্ত ভেতরে ছিলেন। কারাগারে সাক্ষাৎ করেছেন কামারুজ্জামানের স্ত্রী নুরুন্নাহার, তাঁর চার ছেলে হাসান ইকবাল, আহমেদ হাসান, ইকরাম হাসান ও হাসান ঈমাম, মেয়ে আফিয়া নূর, ভাই নাজিরুজ্জামান ও আবদুল্লাহ আল মাহাদী, বোন মোহসীনা বেগম ও ভাগনে আবদুল আলিম। সাক্ষাৎ শেষে বেরিয়ে হাসান ইকবাল সাংবাদিকদের বলেন, ‘বাবা সুস্থ ও স্বাভাবিক আছেন। বাবার মতো শক্ত মানুষ আমি দেখিনি।’ পরে হাসান ইকবাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কামারুজ্জামান তাঁদের বলেছেন, ‘এটা ন্যায়ভ্রষ্ট রায়, রূপকথার কল্পকাহিনি। যাঁরা এই জুলুম করেছেন, একদিন তাঁদের বিচার হবে।’ হাসান ইকবাল বলেন, কামারুজ্জামান ধৈর্য ধারণ করতে বলেছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি শক্ত আছেন। অবিচল আছেন। কামারুজ্জামানের এই ছেলে বলেন, ‘আমরা তাঁর জন্য শুকনো খাবার, শীতের কাপড় ও কম্বল নিয়ে গেছি। আপিলের রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে রিভিউ করব।’ কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, ‘কারা কর্তৃপক্ষ আমাদের ডাকেনি। নিয়মিত সাক্ষাৎকারের অংশ হিসেবে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করেছেন।’ কামারুজ্জামানের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে এই আইনজীবী দাবি করেন, ‘তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন। তিনি বলেছেন, আপিলের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার ৩০ দিনের মধ্যে রিভিউয়ের জন্য আবেদন করবেন।’ সকাল সাড়ে নয়টার দিকে কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে পরিবারের সবাই এই মাত্র কারা ফটকে এসেছি।’ সকালে কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী প্রথম আলোকে বলেছিলেন, ‘কামারুজ্জামানের সঙ্গে দেখা করার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। কিছুক্ষণ আগে আবেদনটি আমার হাতে এসেছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

No comments

Powered by Blogger.