‘পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে ফাঁসি কার্যকর বেআইনী’

আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে ফাঁসি কার্যকর করা বেআইনী উল্লেখ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির দ-ের বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ এবং রিভিউ নিষ্পত্তির আগে রায কার্যকর হবে বেআইনী। রিভিউ করতে পূর্ণাঙ্গ রায়ের কপি চেয়ে আবেদন করা হয়েছে। পূর্ণাঙ্গ রায় পেলে আমরা রিভিউ দাখিল করব। এর আগে রায় কার্যকর করা আইনসম্মত হবে না। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যেহেতু আপিলে বিভক্তি রায় এসেছে সেজন্য রিভিউ করা আরও বেশি জরুরি। রিভিউ করলে কামরারুজ্জামান খালাস পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট জসিম উদ্দিন সরকার, এডভোকেট সাইফুর রহমান, শিশির মুহাম্মদ মনির প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.