যেভাবে ঈদ কেটেছে ভিআইপি বন্দিদের

মানবতাবিরোধী মামলায় দণ্ডিত এবং বিভিন্ন মামলায় বন্দি থাকা জামায়াত ও বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতার এবারও ঈদ কেটেছে কাশিমপুর কারাগারে। তাদের মধ্যে রয়েছেন জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান, দিগন্ত মিডিয়ার  চেয়ারম্যান মীর কাশেম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও খন্দকার মো. মোশারফ হোসেন, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ। ঈদের দিন এদের সঙ্গে তাদের কোন স্বজন দেখা করতে কারাগারে যাননি, তবে পরদিন কারও  কারও স্বজন দেখা করতে গেছেন বলে জানিয়েছেন কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তারা। কারাগারে ঈদের নামাজের আয়োজন ছাড়াও ঈদ উপলক্ষে প্রতিবারের মতো এবারও বিশেষ খাবার সরবরাহের ব্যবস্থা হয়েছে। এছাড়া কারাগারের ইউনিট ২-এর বন্দিদের অংশগ্রহণে স্বল্প পরিসরে সংগীতানুষ্ঠানের আয়োজনও করা হয়।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১-এর জেলার আমজাদ হোসেন ডন জানান, বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ ৮০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং আমৃত্যু কারাদণ্ডের সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ঈদুল আজহা কেটেছে ওই কারাগারে। এছাড়াও এ কারাগারে ৯৯০ জন বন্দির মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মো. মোশারফ হোসেনসহ চারজন ডিভিশনপ্রাপ্ত বন্দির  ঈদ কেটেছে ওই কারাগারের এই ইউনিটে। এ কারাগারে এবার তিনটি ঈদের জামাত হয়েছে।
কারাগারের পার্ট ২-এ ঈদের পাঁচটি জামাত  হয়েছে বলে তিনি জানান। এর সুপার মো. জাহাঙ্গীর কবির জানান, তার কারাগারে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানসহ ১০০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দি ঈদ পালন করেছেন। এই কারাগারে ১৯৫০ জন বন্দির মধ্যে রয়েছেন ডিভিশনপ্রাপ্ত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, কর্নেল এহসান, মেজর মুকিত, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, মীর কাশিম আলী প্রমুখ।
কারাগারের হাই সিকিউরিটি ইউনিটের সুপার মিজানুর রহমান জানান, ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাজাপ্রাপ্ত ও মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলার আসামি জামায়াত নেতা মতিউর রহমান নিজামীসহ ৫৭০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দির এবার ঈদ কেটেছে এ ইউনিটে। ঈদ উপলক্ষে প্রতিবারের মতো এবারও কারাগারে বিশেষ খাবার সরবরাহের ব্যবস্থা হয়েছে। এছাড়া কারাগার ২-এর বন্দিদের অংশগ্রহণে স্বল্প পরিসরে সংগীতানুষ্ঠানের আয়োজনও করা হয়।
ডিভিশনপ্রাপ্ত বন্দি মেজর জাকির হোসেন, ব্যারিস্টার মো. ফখরুলসহ দেড় হাজারের মতো বন্দির ঈদও কেটেছে ওই কারাগারে। এ সেখানে ঈদের দু’টি জামাত হয়েছে। এই কারগারেই অবশ্য বন্দি রয়েছেন ভারতীয় ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)-এর নেতা অনুপ চেটিয়া। কারাগারের মহিলা ইউনিটেও  ৮জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দির সঙ্গে ঈদ কেটেছে প্রায় ২৫০’ মহিলা বন্দির।
ঈদ উপলক্ষে প্রতিবারের মতো এবারও কারাগারে বিশেষ খাবার সরবরাহ করা হয়েছে। বিশেষ খাবারের মধ্যে ছিল সকালে পায়েস ও মুড়ি, দুপুরে সাদা ভাত, মাছ, আলুর দম এবং রাতে পোলাও-মাংস, ডিম, মিষ্টি, কোমল পানীয় সালাদ ও পান-সুপারি। এছাড়া কারাগারের ইউনিট ২-এর বন্দিদের অংশগ্রহণে স্বল্প পরিসরে সংগীতানুষ্ঠানের আয়োজনও করা হয়।
কাশিমপুর কারাগারসহ বিভিন্ন কারাগারে এবার ঈদ করছেন সাবেক মন্ত্রী, এমপিসহ সাবেক ১৬ ভিআইপি। এর মধ্যে বিএনপির শীর্ষ পর্যায়ের ৪ জন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ  পর্যায়ের ১১ নেতা রয়েছেন। ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলা, ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা এবং ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলায় তারা বন্দি রয়েছেন কারাগারে। বিএনপির নেতাদের মধ্যে যাদের ঈদ কারাগারে কেটেছে তারা হচ্ছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু। বিভিন্ন কারাগারে ঈদ কেটেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম, বর্তমান আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা আবদুস সুবহান, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলী, চট্টগ্রাম মহানগরীর আমীর সাবেক এমপি শামসুল ইসলাম ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমীর মাওলানা আবদুল হালিম। চতুর্থবারের কারাগারের চার দেয়ালের ভেতর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলের মতো ঈদ করেন মানবতাবিরোধী অপরাধের মামলায় ৯০ বছরের কারদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম। জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুস সুবহানের ঈদ কেটেছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ঈদ কেটেছে নারায়ণগঞ্জ কারাগারের কনডেম সেলে।

No comments

Powered by Blogger.