মোশাররফের স্মৃতিবিজড়িত শার্ট by মনজুর আলম

দুই যুগ আগের কথা। তারিক আনাম খানের নির্দেশনায় নাট্যকেন্দ্রের 'বিচ্ছু' নাটকের মাধ্যমে মঞ্চে অভিনয় জীবন শুরু করেছিলেন মোশাররফ করিম। এতে দুই মিনিট স্থায়ী কালু চরিত্রে দেখা গেছে তাকে। তখন তার গায়ে ছিল একটি হাওয়াই শার্ট। জীবনের প্রথম মঞ্চনাটকের স্মৃতি ধরে রাখতে শার্টটি যত্নে রেখে দেন তিনি। ২৪ বছর পর ওই শার্ট পরে আবার অভিনয় করলেন মোশাররফ। রেদওয়ান রনি পরিচালিত 'রেডিও চকলেট রিলোডেড' ধারাবাহিক নাটকে হাওয়াই শার্ট গায়ে তাকে দেখা যাবে। দেশ টিভিতে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হচ্ছে নাটকটি। এ প্রসঙ্গে তিনি সমকালকে বলেন, 'শার্টটা পরে অনেক আবেগাপ্লুত হয়ে পড়েছি। ২৪ বছর আগে এই শার্ট গায়ে জড়িয়ে মঞ্চে ওঠার আগে কখনও ভাবিনি আজকের মোশাররফ করিম হবো। সত্যি বলতে মঞ্চনাটককেই আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলাম। মঞ্চই আমার শেকড়। সুযোগ পেলে আবার মঞ্চে ফিরতে চাই।'

No comments

Powered by Blogger.