বিক্ষোভ বন্ধের আহবান এরদোয়ানের

তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোয়ান চলমান বিক্ষোভ বন্ধের আহবান জানিয়েছেন। চার দিনের উত্তর আফ্রিকা সফর শেষে গতকাল শুক্রবার দেশে ফিরে তিনি এ আহবান জানান। এদিকে তাকসিম স্কয়ারে আন্দোলন অব্যাহত রেখেছে বিক্ষোভকারীরা।
উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ইস্তাম্বুলের একটি পার্কের গাছ কাটাকে কেন্দ্র করে ৩১ মে এ আন্দোলন শুরু হয়।
গতকাল বিক্ষোভকারীদের আন্দোলন বন্ধের আহবান জানিয়ে এরদোয়ান বলেন, 'আমরা কখনোই সহিংসতা কিংবা বিভক্তি বাড়াতে চাই না। কিন্তু আন্দোলনের নামে বর্বরতা সহ্য করা হবে না।' সম্প্রতি বিক্ষোভকারীরা এরদোয়ানের পদত্যাগের দাবি জানায়। এ দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, 'বিক্ষোভকারীরা বলছে, আমি নাকি ৫০ শতাংশ তুর্কির প্রধানমন্ত্রী। এটি সত্য নয়। আমরা পুরো দেশবাসীর সেবা করি।' সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.