পাকিস্তানে প্রথম দফায় ২৫ মন্ত্রীর শপথ

পাকিস্তানের নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার ২৫ সদস্য গতকাল শুক্রবার শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফের শপথের দুদিন পর প্রথম দফায় ২৫ মন্ত্রী শপথ নিলেন।
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেন। এর মধ্যে ১৬ জন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছে। তাঁরা হলেন চৌধুরী নিসার আলী খান, ইশাক দার, খাওয়াজা সাদ রফিক, খাওয়াজা মোহাম্মাদ আসিফ, আবদুল কাদির বালুচ, শহিদ খাকন আব্বাসি, রানা তানভির, জাহিদ হামিদ, পারভেজ রশিদ, সিকান্দার হায়াৎ বোসান, কামরান মাইকেল, সদরুদ্দিন রশিদি, আহসান ইকবাল, বারজিস তাহির ও মুর্তজা জাতই। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৯ জন। তাঁরা হলেন খুররাম দাস্তগির, আনুশা রেহমান, উসমান ইব্রাহিম, জাম কামাল, আবদুল হাকিম বালুচ, মিয়া বালিঘুর রেহমান, সাইরা আফজাল তারার, পির আমিনুল হাসনাত ও শেখ আফতাব আহমেদ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হবে তা জানা যায়নি। এদিকে পাকিস্তানে বিদ্যুৎ ঘাটতি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন নওয়াজ। এ জন্য তিনি কয়লাসহ স্থানীয় সম্পদ থেকে বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। গত বৃহস্পতিবার নওয়াজ এ কথা জানান। সূত্র : ডন।

No comments

Powered by Blogger.