কুয়েতের হাসপাতালে সকালে সেবা পাবে না বিদেশিরা

কুয়েতে অবস্থানরত প্রবাসীরা এখন থেকে সকালে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে পারবে না। কেবল কুয়েতি নাগরিকরা ওই সময় হাসপাতালের সেবা পাবে। সকালবেলায় চিকিৎসা নিতে আসা লোকদের অতিরিক্ত ভিড় কমাতে সরকার এ পদক্ষেপ নিয়েছে
। গত মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। তবে মানবাধিকারকর্মীরা এ সিদ্ধান্তকে 'বর্ণবাদী' অভিহিত করেছেন।
কুয়েতে বর্তমানে প্রায় ২৬ লাখ বিদেশি রয়েছে। কুয়েতি নাগরিকরা বিনা মূল্যে চিকিৎসাসেবা পেলেও বিদেশিদের বার্ষিক ১৭৫ ডলার ফি দিতে হয়।
গত রবিবার থেকে পশ্চিম কুয়েতের জাহরায় একটি সরকারি হাসপাতালে পরীক্ষামূলকভাবে এ নিয়ম চালু হয়েছে। ফলে বিদেশিরা সকালবেলা ওই হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে পারবে না। কেবল বিকেলেই এ সেবা চাইতে পারবে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ আল-হাইফি জানান, আগামী ছয় মাস জাহরায় এ নিয়ম চালু থাকবে। সেখানে নিয়মটি সফল হলে পরবর্তী সময়ে দেশের অন্যান্য সরকারি হাসপাতালেও একই বিধান কার্যকর হবে। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.