শিশু হাসপাতালে আজ যমজ বোন মণি-মুক্তার অপারেশন
দেশে চতুর্থবারের মতো সংযুক্ত যমজ শিশুর আজ অপারেশন করতে যাচ্ছে ঢাকা শিশু হাসপাতাল। মণি-মুক্তা নামের ছয় মাসের যমজ মেয়ে শিশু দুটির বুক থেকে কোমর পর্যন্ত জোড়া লাগানো।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামের জয় প্রকাশ পাল ও কৃষ্ণা পালের ঘরে জন্ম নেয় সংযুক্ত যমজ শিশু দু'টি। সনত্মানদের নিয়ে রীতিমতো বিপাকে পড়ে যায় এ দরিদ্র পরিবারটি। একটি জাতীয় দৈনিকে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে তা নজরে পড়ে ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এ আর খানের। তিনি জানান, প্রতিবেদনটি দেখে তিনি রিপোর্টারের মাধ্যমে পরিবারটির সঙ্গে যোগাযোগ করেন। অপারেশনে লাখ টাকার প্রয়োজন। পরিবারটি অতি দরিদ্র হওয়ায় পুরো ব্যয়ভার বহন করছে শিশু হাসপাতাল। শিশুদের ৩১ জানুয়ারি শিশু হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার সকাল ৯টায় অপারেশন শুরম্ন হবে। অধ্যাপক এ আর খানের নেতৃত্বে ১২ চিকিৎসকের একটি টিম অপারেশন করবেন। মূল অপারেশনে থাকবেন ৮ জন। অপারেশনের পর ৬ জন করে চিকিৎসকের দু'টি টিম শিশুদের ইনটেনসিভ কেয়ারে পর্যবেৰণ করবেন। তিনি জানান, সংযুক্ত শিশু দু'টির কিডনি, ফুসফুস আলাদা আছে। শুধু দু'জনের দুটো লিভার একসঙ্গে জোড়া লাগানো। লিভার দুটিকে অপারেশনের মাধ্যমে আলাদা করতে হবে। জানা গেছে, এর আগে শিশু হাসপাতালে সংযুক্ত তিন যমজের অপারেশন হয়। এর মধ্যে দুই জোড়া অপারেশনের পর বেঁচে গেলেও একটি জোড়ার মৃতু্য হয়।
No comments