একুশে ফেব্রুয়ারি থেকে ২২ টাকা দরে চাল পাবে ৯ লাখ পরিবার
একুশে ফেব্রুয়ারি থেকে ২২ টাকা দরে চাল পাবে ঢাকার অতিদরিদ্র লোকেরা। এই কর্মসূচীর আওতায় ৯ লাখ পরিবারকে আনা হচ্ছে। প্রতি পরিবার মাসে ২০ কেজি চাল পাবে। সোমবার খাদ্য পরিধান ও পরিকল্পনা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ে ওই বৈঠক শেষে খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, ঢাকার ৯০টি ওয়ার্ডের সঙ্গে ঢাকা জেলার ২৫টি ইউনিয়নের প্রতিটিতে ১০ হাজার করে মোট আড়াই লাখ পরিবার ২২ টাকা দরে চাল কেনার সুযোগ পাবে। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর প্রতিটি ওয়ার্ডে পাঁচ হাজার ও প্রতিটি জেলায় দশ হাজার পরিবারকে এই সহায়তা দেয়া হবে। যাদের কোন স্থায়ী আয় নেই, নিজেস্ব কোন জমি নেই এবং সে সব পরিবার সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওয়ায় সুযোগসুবিধা নেয় না বা যেসব পরিবারের প্রধান নারী তারা এ কর্মসূচীর আওতায় পড়বে। প্রত্যেক পরিবারের জন্য একটি কার্ড ইসু্য করা হবে। খাদ্যমন্ত্রী আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য ও ওয়ার্ড কমি০শনার এবং কাউন্সিলরদের সহায়তায় এসব হতদরিদ্র পরিবারের তালিকা তৈরির কাজ শুরম্ন হয়েছে। তিনি আরও বলেন, এই কর্মসূচীর পাশাপাশি ওএমএস কর্মসূচী চলবে। খুচরা বাজারে মোটা চালের মূল্য বৃদ্ধির কারণে সরকার এ কর্মসূচী হাতে নিয়েছে।
No comments