অ্যাপস কর্নার- এভারনোট
নানা রকম তথ্য আর্কাইভ করে রাখার সফটওয়্যার হলো এভারনোট। এর মাধ্যমে নোট, ছবি, শব্দ ও ওয়েবসাইটের অংশ আর্কাইভ করে রাখা যাবে। যেকোনো তথ্য সহজে মনে রাখার জন্য খুবই কাজের সফটওয়্যার এটি।
এভারনোট দিয়ে আপনার সংরক্ষিত ওয়েব ক্লিপ, ছবি বা ফাইল আপনার ব্যবহূত সব কটি যন্ত্র, যেমন মোবাইল ফোন, ট্যাবলেট, কম্পিউটারে রাখতে পারবেন।
আশপাশে আকর্ষণীয় কোনো কিছু দেখলে তার ছবি তুলে এভারনোটে রাখতে পারেন। পছন্দের কোনো ওয়েবসাইট বা শব্দ রেকর্ড করে রেখে দিতে পারেন এতে।
এভারনোটে অ্যাকাউন্ট করা থাকলে ছবি, লিংক, লেখাসহ পুরো ওয়েবপেজই রাখতে পারেন এতে।
এভারনোটে আপনার সংগৃহীত তথ্য চাইলে শেয়ারও করতে পারবেন।
ভ্রমণের পুরো পরিকল্পনাই এতে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যাত্রার তারিখ, প্রয়োজনীয় কাগজ, কখন ও কোথায় যাবেন—এসব টুকিটাকি তথ্য পেয়ে যাবেন হাতের নাগালেই।
আকার: ১১ মেগাবাইট (অ্যান্ড্রয়েড), ১৯৮০ কিলোবাইট (ব্ল্যাকবেরি), ২৫.৯ মেগাবাইট (অ্যাপল)
বিনা মূল্যে ব্যবহার করা যায়।
নামানোর ঠিকানা: অ্যান্ড্রয়েড (http://goo.gl/OPAg4), ব্ল্যাকবেরি (http://goo.gl/SKaBt), আইওএস (http://goo.gl/5BzXX)
নির্মাতা: প্রো-থটস (অ্যান্ড্রয়েড), কিউব অব এম (আইওএস),
অ্যাপস সফটেক (ব্ল্যাকবেরি)
গ্রন্থনা: রুহিনা তাসকিন
আশপাশে আকর্ষণীয় কোনো কিছু দেখলে তার ছবি তুলে এভারনোটে রাখতে পারেন। পছন্দের কোনো ওয়েবসাইট বা শব্দ রেকর্ড করে রেখে দিতে পারেন এতে।
এভারনোটে অ্যাকাউন্ট করা থাকলে ছবি, লিংক, লেখাসহ পুরো ওয়েবপেজই রাখতে পারেন এতে।
এভারনোটে আপনার সংগৃহীত তথ্য চাইলে শেয়ারও করতে পারবেন।
ভ্রমণের পুরো পরিকল্পনাই এতে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যাত্রার তারিখ, প্রয়োজনীয় কাগজ, কখন ও কোথায় যাবেন—এসব টুকিটাকি তথ্য পেয়ে যাবেন হাতের নাগালেই।
আকার: ১১ মেগাবাইট (অ্যান্ড্রয়েড), ১৯৮০ কিলোবাইট (ব্ল্যাকবেরি), ২৫.৯ মেগাবাইট (অ্যাপল)
বিনা মূল্যে ব্যবহার করা যায়।
নামানোর ঠিকানা: অ্যান্ড্রয়েড (http://goo.gl/OPAg4), ব্ল্যাকবেরি (http://goo.gl/SKaBt), আইওএস (http://goo.gl/5BzXX)
নির্মাতা: প্রো-থটস (অ্যান্ড্রয়েড), কিউব অব এম (আইওএস),
অ্যাপস সফটেক (ব্ল্যাকবেরি)
গ্রন্থনা: রুহিনা তাসকিন
No comments