আরো ৫ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

রো এক দফা বাড়ল জ্বালানির দাম। বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন হিসাবে প্রতি লিটার ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েলের বিক্রয়মূল্য যথাক্রমে ৫৬ টাকা, ৫৬ টাকা, ৮৯ টাকা, ৮৬ টাকা ও ৫৫ টাকা।গতকাল বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে দাম বৃদ্ধির কথা জানানো হয়। এতে বলা হয়, দাম বৃদ্ধির পরও লিটারপ্রতি ডিজেল, কেরোসিন ও ফার্নেস অয়েলে সরকারকে যথাক্রমে ১৬.৩৯ টাকা, ১৬.৩১ টাকা ও ৪.৯৭ টাকা ভর্তুকি দিতেহবে।সূত্রবিডিনিউজটোয়েন্টিফোরডটকম।


এ নিয়ে ছয় মাসে জ্বালানি তেলের দাম বাড়ল তিন দফা। গত ১৮ সেপ্টেম্বর ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি পাঁচ টাকা এবং ফার্নেস ওয়েলের দাম লিটারপ্রতি আট টাকা হারে বাড়ায় সরকার। এর আগে গত ৫ মে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, গত ২১ অক্টোবর ২০১১ তারিখের আন্তর্জাতিক মূল্য অনুযায়ী দেশে সংগ্রহ ও বিক্রয়মূল্যের মধ্যে ব্যবধানের কারণে বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) বর্তমানে ডিজেল, কেরোসিন ও ফার্নেস অয়েলে লিটারপ্রতি যথাক্রমে ২১ দশমিক ৩৯ টাকা, ২১ দশমিক ৩১ টাকা ও ৯ দশমিক ৯৭ টাকা লোকসান দিচ্ছে। ভারতের কলকাতায় বর্তমানে প্রতি লিটার ডিজেলের মূল্য প্রায় ৭০ টাকা এবং প্রতি লিটার পেট্রোলের মূল্য প্রায় ১১৭ টাকা_উল্লেখ করে তথ্য বিবরণীতে বলা হয়, সীমান্তবর্তী দেশের তুলনায় বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্য যথেষ্ট কম থাকায় চোরা চালানের মাধ্যমে জ্বালানি তেল পাচার হওয়ার আশঙ্কা ও ঝুঁকি থেকেই যায়।

No comments

Powered by Blogger.