শাস্তি কমল মরিনহোর

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলে একটু হলেও জয়ী হোসে মরিনহো। রিয়াল মাদ্রিদের কোচের শাস্তিটা কমিয়েছে উয়েফা। গত মৌসুমে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগ ম্যাচে মরিনহোকে ডাগ-আউট থেকে বহিষ্কার করা হয়। পরে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বাজে বিবৃতি দেওয়ার জন্য চার ম্যাচ নিষিদ্ধ, আগামী তিন বছরের মধ্যে একই আচরণ করলে এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়। সঙ্গে জরিমানা করা হয় ৫০ হাজার ইউরো। এই সাজার বিরুদ্ধে আপিল করে রিয়াল মাদ্রিদ।
সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা কমল রিয়াল কোচের। জরিমানা একই আছে। চার ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে করা হয়েছে তিন ম্যাচের। তবে স্থগিত নিষেধাজ্ঞা বাড়িয়ে করা হয়েছে দুই ম্যাচের। অর্থাৎ আগামী তিন বছরের মধ্যে এ ধরনের শৃঙ্খলা ভঙ্গ করলে ওই দুই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। উয়েফার সদর দপ্তরে ছয় ঘণ্টার শুনানি শেষে শুক্রবার এই রায় দেওয়া হয়। এক ম্যাচের নিষেধাজ্ঞা এরই মধ্যে কাটিয়েছেন (বার্সার বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে)। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের দুই ম্যাচেই কেবল ডাগ-আউটে থাকতে পারবেন না মরিনহো।

No comments

Powered by Blogger.