ইয়েমেনে সংঘর্ষে ছয় সেনাসহ ২১ জন নিহত

ইয়েমেনে গত শুক্রবার রাতে সংঘর্ষ ও সহিংস ঘটনায় ছয় সেনাসহ ২১ জন নিহত হয়েছে। এর মধ্যে দুজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা রয়েছেন। নিহত অন্যরা সন্দেহভাজন আল-কায়েদার জঙ্গি ও সরকার-সমর্থক উপজাতি। গতকাল শনিবার সেনা সূত্র ও স্থানীয় কর্মকর্তারা এ খবর জানান।
একজন সেনা মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, শুক্রবার রাতে আবিয়ান প্রদেশের রাজধানী জিঞ্জিবারের নয় মাইল দক্ষিণে দোফাস এলাকায় আল-কায়েদার সন্দেহভাজন জঙ্গিরা একটি সেনা ইউনিটের ওপর গুলি বর্ষণ করে। এতে দুই সেনা কর্মকর্তা ও চার সেনাসদস্য নিহত ও নয়জন আহত হন।
নিহত দুই সেনা কর্মকর্তা হলেন কর্নেল মোহাম্মদ আল-সালাহি ও কর্নেল হিলাল শামছান। বন্দর শহর এডেনের এক সামরিক হাসপাতালের চিকিৎসকেরা খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
দোফাসের স্থানীয় এক কর্মকর্তা জানান, ওই সংঘর্ষে সাত জঙ্গি নিহত ও অপর চারজন আহত হয়েছে।
এক উপজাতীয় কর্মকর্তা জানান, সরকার-সমর্থক স্থানীয় উপজাতীয় বাসিন্দারা গত শুক্রবার রাতে জিঞ্জিবারের দিকে যাচ্ছিল। এ সময় সেনারা জঙ্গি ভেবে ভুল করে তাদের ওপর কামানের গোলা নিক্ষেপ করলে আটজন নিহত হয়।

No comments

Powered by Blogger.