বিজেপি নেতাদের সঙ্গে আবার বৈঠক ইয়েদুরাপ্পার

ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা গতকাল শনিবার বিজেপির কেন্দ্রীয় নেতা অরুণ জেটলি ও রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।
এর আগে ঘুষ কেলেঙ্কারিতে দলীয় চাপের মুখে তিনি শর্তসাপেক্ষে পদত্যাগে রাজি হয়েছিলেন। তবে ইয়েদুরাপ্পার পক্ষ ইঙ্গিত দিচ্ছে যে পদত্যাগের ব্যাপারে তিনি এখনো চূড়ান্ত ঘোষণা দেননি।
বিজেপির নেতা অরুণ জেটলি ও রাজনাথ সিং যে হোটেলে অবস্থান করছেন, গতকাল সেই হোটেলে যান ইয়েদুরাপ্পা। সেখানে তিনি তাঁদের সঙ্গে একান্তে বৈঠক করেন। এ নিয়ে গত শুক্রবার থেকে এই দুই কেন্দ্রীয় নেতার সঙ্গে দুইবার বৈঠক করলেন ইয়েদুরাপ্পা।
গত বৃহস্পতিবার বিজেপির পার্লামেন্টারি বোর্ডের নির্দেশনা অনুযায়ী ইয়েদুরাপ্পা জানান, ৩১ জুলাই তিনি পদত্যাগ করছেন। তবে ক্ষমতাসীন দলের চিফ হুইপ ডি এন জীবারাজ ইয়েদুরাপ্পার বাসবভনের বাইরে সাংবাদিকদের বলেন, এমএলএ’দের সম্মিলিত (সংখ্যাগরিষ্ঠ) মতামত হলো, তাঁর পদত্যাগ করা উচিত হবে না। তিনি বলেন, তিনি পদত্যাগ করবেন কি করবেন না—এ সিদ্ধান্ত নেওয়ার ভার ইয়েদুরাপ্পার হাতে ছেড়ে দিয়েছেন ৭৪ জন এমএলএ।

No comments

Powered by Blogger.