আইসিবির ফান্ডগুলোর লভ্যাংশ ঘোষণা

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ২০১০-১১ অর্থবছরের জন্য আটটি মিউচুয়াল ও আইসিবি ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা করেছে।
গতকাল শনিবার আইসিবির পরিচালনা পর্ষদের সভায় এ লভাংশ অনুমোদন করা হয়।
বিগত ২০১০-১১ অর্থবছরের প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ৫০০ শতাংশ, দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ২৫০ শতাংশ, তৃতীয় ফান্ডে ১৮৫ শতাংশ, চতুর্থ ফান্ডে ১৬৫ শতাংশ, পঞ্চম ফান্ডে ১৩৫ শতাংশ, ষষ্ঠ ফান্ডে ৯০ শতাংশ, সপ্তম ফান্ডে ৯৫ শতাংশ ও অষ্টম আইসিবি ফান্ডে ৯০ শতাংশ এবং প্রতিটি আইসিবি ইউনিট ফান্ডের জন্য ৩০ টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, যা ২০০৯-১০ অর্থবছরের তুলনায় অনেক বেশি।
বিগত ২০০৯-১০ অর্থবছরের প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ৪০০ শতাংশ, দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ২০০ শতাংশ, তৃতীয় ফান্ডে ১৪০ শতাংশ, চতুর্থ ফান্ডে ১২৫ শতাংশ, পঞ্চম ফান্ডে ১০০ শতাংশ, ষষ্ঠ ফান্ডে ৭৫ শতাংশ, সপ্তম ফান্ডে ৭০ শতাংশ ও অষ্টম ফান্ডে ৬৫ শতাংশ এবং প্রতিটি আইসিবি ইউনিট ফান্ডের জন্য ২৬ টাকা লভ্যাংশ দিয়েছিল।

No comments

Powered by Blogger.