প্রেসিডেন্ট নিক্সনের দেওয়া সাক্ষ্য প্রকাশ করা হচ্ছে

ওয়াটারগেট কেলেঙ্কারির ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বিচারক প্যানেলের (গ্রান্ড জুরি) সামনে যে সাক্ষ্য দিয়েছেন, তা প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। গত শুক্রবার কেন্দ্রীয় বিচারকের নির্দেশে ৩৬ বছরেরও বেশি সময় পর এ সাক্ষ্য প্রকাশ করা হচ্ছে।
রিচার্ড নিক্সনের দেওয়া সাক্ষ্যের ঐতিহাসিক গুরুত্বের কথা উল্লেখ করে ওই সাক্ষ্যের প্রতিলিপি প্রকাশের নির্দেশ দেওয়ার জন্য আদালতে আবেদন জানান ইতিহাসবিদ স্ট্যানলি কাটলার। আদালতের বিচারক রয়েস ল্যামবার্থ এ আবেদন মঞ্জুর করেন। তবে আদেশের বিরুদ্ধে সরকার আপিল করতে পারবে।

No comments

Powered by Blogger.