কম্পিউটার হ্যাকিংয়ের অভিযোগ তদন্তে নতুন দল

কম্পিউটার হ্যাকিংয়ের অভিযোগ তদন্তে নতুন দল গঠনের ঘোষণা দিয়েছে ব্রিটিশ পুলিশ। গত শুক্রবার স্কটল্যান্ড ইয়ার্ড এ ঘোষণা দেয়।
স্কটল্যান্ড ইয়ার্ডের বিবৃতিতে জানানো হয়, গত জানুয়ারি থেকে শুরু করা বিশেষ তদন্ত ‘অপারেশন টুলেটা’ পরিচালনা করতে গিয়ে তারা কম্পিউটার হ্যাকিংয়ের অনেক অভিযোগ পেয়েছে। এসব অভিযোগ আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হবে। বিবৃতিতে বলা হয়, কম্পিউটার হ্যাকিংয়ের অভিযোগ তদন্তে নতুন দল গঠন করা হবে। এই দল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার সিউ আকার্সের কাছে প্রতিবেদন দেবে।
সম্প্রতি ফোনে আড়ি পাতার দায়ে বন্ধ করে দেওয়া ব্রিটিশ পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর বিরুদ্ধে তদন্তে ব্যর্থতার কারণে মেট্রোপলিটন পুলিশ কঠোর সমালোচনার মুখে পড়ে। চলতি মাসের শুরুর দিকে তদন্তের দায়িত্ব থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। যদিও ২০০৬ সালে তাদের পরিচালিত তদন্তে ২০০৭ সালে নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর তৎকালীন রয়েল এডিটরের কারাদণ্ড হয়।

No comments

Powered by Blogger.