পূর্ব আফ্রিকার খরা মোকাবিলায় বিশ্বের প্রতি আহ্বান ক্যামেরনের

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল সোমবার পূর্ব আফ্রিকার খরাকে গত কয়েক দশকের মধ্যে ওই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ দুর্যোগ হিসেবে বর্ণনা করেছেন। এ ব্যাপারে ‘জরুরি ও চূড়ান্ত পদক্ষেপ’ নেওয়ার জন্য বিশ্বের প্রতি তিনি আহ্বান জানান।
আফ্রিকা সফরের শুরুতে প্রিটোরিয়ায় এক সংবাদ সম্মেলনে ডেভিড ক্যামেরন বলেন, ‘এটা ক্রমে পরিষ্কার হচ্ছে যে আজ আমরা ওই অঞ্চলে যা দেখতে পাচ্ছি তা হলো, গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি।’
ক্যামেরন বলেন, ‘এর সঙ্গে হয়তো হাজার হাজার মানুষ মারা গেছে। তাদের অনেকেই পাঁচ বছরের কম বয়সী শিশু।’
গত শনিবার যুক্তরাজ্য সাত কোটি ৩০ লাখ ডলার সাহায্য দেওয়ার অঙ্গীকার করে। অন্যান্য দেশকেও সহায়তায় এগিয়ে আসার জন্য আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
সোমালিয়ার চলমান খরা ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে বলা হচ্ছে। ইউনিসেফের হিসেবে হর্ন অব আফ্রিকায় ২০ লাখেরও বেশি শিশু পুষ্টিহীনতায় ভুগছে এবং তাদের জরুরি সহায়তার দরকার। শিশুগুলোর মধ্যে প্রায় পাঁচ লাখ শিশুর জীবন হুমকির মুখে।
উল্লেখ্য, আফ্রিকার দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক শক্তির দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ক্যামেরন আফ্রিকা সফরে গেছেন।
সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, সাহায্য নয়, ব্যবসাই কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনতে পারে।

No comments

Powered by Blogger.