থাই-কম্বোডিয়ার সেনা প্রত্যাহারের নির্দেশ আদালতের

প্রিয়া বিহার মন্দির এলাকার আশপাশ থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন জাতিসংঘের আদালত। গতকাল সোমবার হেগে আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক হিসাশি ওয়াদা এই নির্দেশ দেন।
এ বছরের শুরুর দিকে প্রিয়া বিহার মন্দির এলাকায় থ্যাইল্যান্ডের সেনাদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর কম্বোডিয়া আন্তর্জাতিক বিচার আদালতে বিচার প্রার্থনা করে। এর পরিপ্রেক্ষিতে আদালত গতকাল এই রায় দেন।
প্রায় ৯০০ বছরের পুরোনো এই মন্দির কম্বোডিয়ায় পড়েছে। কিন্তু এর আশপাশের এলাকার অধিকাংশ থাইল্যান্ডের। মন্দিরটির মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে।

No comments

Powered by Blogger.