হোসনি মোবারক কোমায়!

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের শারীরিক অবস্থা নিয়ে পরস্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে।
গত রোববার প্রকাশিত খবরে বলা হয়, মোবারক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন ও তিনি পুরোপুরি কোমায় রয়েছেন। তাঁর একজন আইনজীবী এ দাবি করেন। গতকাল সোমবার মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় ও মোবারকের প্রধান চিকি ৎ সক এ দাবি নাকচ করেছেন।
চিকি ৎ সক আসেম আজ্জম বলেন, মোবারকের রক্তচাপ কমে গিয়েছিল। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।
গত ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে হোসনি মোবারক শার্ম আল-শেখের একটি হাসপাতালে চিকি ৎ সাধীন।
মোবারকের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। আগামী ৩ আগস্ট তাঁকে আদালতের কাঠগড়ায় তোলার কথা।
আজ্জম বলেন, হোসনি মোবারকের শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। তিনি বলেন, ‘এটা কোমা নয়’। স্বাস্থ্য মন্ত্রণালয়ও হোসনি মোবারকের ‘পুরোপুরি কোমায়’ যাওয়ার খবর নাকচ করেছে।
এর আগে মোবারকের আইনজীবী ফরিদ আল-দিব বলেন, ‘প্রেসিডেন্ট আকস্মিকভাবে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।’

No comments

Powered by Blogger.