চীনের আপত্তি সত্ত্বেও ওবামা ও দালাই লামার বৈঠক

চীনের প্রবল আপত্তি সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত শনিবার তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে বৈঠক করেছেন। হোয়াইট হাউসে ৪৫ মিনিটের এই রুদ্ধদ্বার বৈঠকে ওবামা তিব্বতে মানবাধিকার প্রতিষ্ঠার বিষয়ে তাঁর ব্যাপক সমর্থনের কথা ব্যক্ত করেন।
দালাই লামা ও ওবামার বৈঠকের ঘটনায় ক্ষুব্ধ হয়েছে বেইজিং। তারা বলেছে, এ বৈঠক চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে দালাই লামার সঙ্গে বৈঠক করেন ওবামা। তখন ওই বৈঠকের কড়া সমালোচনা করেছিল বেইজিং।
হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, বৈঠকে প্রেসিডেন্ট ওবামা আবার বিশ্বব্যাপী তিব্বত ও তিব্বতের মানুষের অভিনব ধর্মীয়, সাংস্কৃতিক ও ভাষাগত ঐতিহ্যের সংরক্ষণের বিষয়ে ব্যাপক সমর্থন ব্যক্ত করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, চীনে তিব্বতিদের মানবাধিকার সংরক্ষণের বিষয়েও ওবামা ব্যাপক গুরুত্ব দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ওবামা আবারও বলেছেন যুক্তরাষ্ট্র তিব্বতকে চীনের অংশ মনে করে। এ ছাড়া ওবামা দীর্ঘদিনের বিবদমান সমস্যা সমাধানের ক্ষেত্রে বৈঠকে সরাসরি সংলাপকে উ ৎ সাহিত করেন।
উত্তর কোরিয়া বৈঠকের কড়া সমালোচনা করে বলেছে, এ বৈঠক চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

No comments

Powered by Blogger.