কিউবায় চাভেজের চিকি ৎ সা শুরু

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ গত রোববার থেকে কিউবায় আবার ক্যানসার চিকি ৎ সার জন্য কেমোথেরাপি নেওয়া শুরু করেছেন। এর আগে সীমিত ক্ষমতা হস্তান্তর করে গত শনিবার তিনি রাজধানী কারাকাস ত্যাগ করেন।
কারাকাস ত্যাগের আগে চাভেজ বলেন, ‘এটা মরার সময় নয়; বেঁচে থাকার সময়। আমি কিছুদিনের জন্য যাচ্ছি, কিন্তু বিদায় বলছি না...সুস্থ হয়ে ফিরব।’
তবে হুগো চাভেজ চিকি ৎ সার জন্য কত দিন কিউবায় থাকবেন, তা জানানো হয়নি।
চাভেজ এই প্রথমবারের মতো সামান্য প্রশাসনিক নিয়ন্ত্রণ ভাইস প্রেসিডেন্ট এলিয়াস জাওয়ার হাতে অর্পণ করেছেন। তিনি চাভেজের আদেশে নথিতে স্বাক্ষর করতে পারবেন।
প্রেসিডেন্ট চাভেজ বলেন, তিনি যদি মনে করেন, দায়িত্ব পালনে পুরোপুরি অক্ষম হয়ে গেছেন, তখন পুরো প্রেসিডেনশিয়াল ক্ষমতা জাওয়ার হাতে অর্পণ করতে পারেন।
অর্থনৈতিক বিষয়ে অর্থমন্ত্রী জর্জ জিওর্দানিকে অতিরিক্ত ক্ষমতা দিয়ে অধ্যাদেশও জারি করেছেন চাভেজ।
গত শনিবার দিবাগত রাতে হাভানা বিমানবন্দরে প্রেসিডেন্ট চাভেজকে উষ্ণ অভ্যর্থনা জানান কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ও পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ।
এর আগে কিউবায় চিকি ৎ সার জন্য প্রেসিডেন্ট চাভেজের আবেদন অনুমোদন করে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলি।

No comments

Powered by Blogger.