আফগানিস্তানে সেনা নেতৃত্ব হস্তান্তর করলেন পেট্রাউস

আফগানিস্তানে ন্যাটো বাহিনীর মার্কিন কমান্ডার জেনারেল ডেভিড পেট্রাউস গতকাল সোমবার লেফটেন্যান্ট জেনারেল জন অ্যালেনের কাছে সেনা দায়িত্ব হস্তান্তর করেছেন।
আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীদের গুলিতে দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের এক ঘনিষ্ঠ সহযোগী নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর ডেভিড পেট্রাউস দায়িত্ব হস্তান্তর করলেন। পেট্রাউস এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর দায়িত্ব নেবেন।
লে. জেনারেল জন অ্যালেন হলেন প্রথম মেরিন, যিনি আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর প্রধানের দায়িত্ব নিলেন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি পশ্চিম ইরাকে দায়িত্ব পালন করেছেন।
এদিকে গত রোববার বামিয়ান প্রদেশের নিরাপত্তার দায়িত্ব আফগান বাহিনীর হাতে তুলে দেয় ন্যাটো।
মার্চে কারজাইয়ের ঘোষিত পরিকল্পনার আওতায় আফগানিস্তানের সাতটি অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব আফগান নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। বামিয়ান হচ্ছে এ সাতটি অঞ্চলের মধ্যে একটি।
২০১৪ সালে আফগানিস্তানে বিদেশি সেনাদের যুদ্ধাভিযান শেষ হবে। তার আগে ন্যাটো বাহিনীর এ দায়িত্ব হস্তান্তরকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
গতকাল কাবুলে এক অনুষ্ঠানে জন অ্যালেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন ডেভিড পেট্রাউস।

No comments

Powered by Blogger.