মুম্বাই হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২২

ভারতের মুম্বাইয়ে বোমা হামলার ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। গতকাল শনিবার কর্মকর্তারা এ কথা জানান। ১৩ জুলাই মুম্বাইয়ের তিন জায়গায় ওই বোমা হামলা চালানো হয়।
চিকিৎসকেরা জানান, গত শুক্রবার মুম্বাইয়ের হরকিষান দাস হাসপাতালে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি মুম্বাইয়ের অপেরা হাউসে বোমা হামলায় গুরুতর আহত হন। এ ছাড়া গতকাল জে জে হাসপাতালে ৩০ বছর বয়সী আরেক ব্যক্তির মৃত্যু হয়। তিনি মুম্বাইয়ের জাভেরি বাজারে বোমা হামলায় আহত হন।
ভারতের বার্তা সংস্থা পিটিআই জানায়, মুম্বাই হামলায় আহত ১২ জন এখনো হরকিষান দাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এ ছাড়া জে জে হাসপাতালে আরও ২২ জন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।
এর আগে ২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৬৬ জনের প্রাণহানি ঘটে। ৩০০ জনের বেশি মানুষ আহত হয়।

No comments

Powered by Blogger.