চীনে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ১৬

চীনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত ও ৮৯ জন আহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে গতকাল শনিবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় দমকল বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।
সিনহুয়া জানায়, দুই ট্রেনের সংঘর্ষে একটি ট্রেনের দুটি বগি সেতুর নিচে পড়ে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। প্রতিটি বগি ছিল ১০০ যাত্রীর ধারণক্ষমতাসম্পন্ন।
প্রথম ট্রেনটি বজ্রপাতের আঘাতে নিশ্চল হয়ে পড়লে দ্বিতীয় একটি বুলেট ট্রেন সেটিকে পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে দ্বিতীয় ট্রেনটির দুটি বগি ছিটকে সেতুর নিচে পড়ে যায়।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত প্রতিবেদনে দেখা গেছে, ট্রেনের একটি বগি সেতুর নিচে পড়ে আছে এবং আরেকটি বগি ওই বগির ওপরে পড়ে রয়েছে।
প্রথম ট্রেনটি প্রাদেশিক রাজধানী হ্যাংঝু থেকে ওয়েনঝু শহরে যাওয়ার পথে স্থানীয় সময় শনিবার রাত আটটা ৩৪ মিনিটে ওয়েনঝুর শুয়ানজিউ এলাকায় এই দুর্ঘটনার মুখে পড়ে।

No comments

Powered by Blogger.