ভেনেজুয়েলাকে হারিয়ে তৃতীয় স্থানে পেরু

পাওলো গুয়েরেরোর হ্যাটট্রিকে ভেনেজুয়েলাকে ৪-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান দখল করে কোপা আমেরিকার এবারের আসর শেষ করেছে পেরু। পাঁচটি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও হয়তো জিতে নিতে যাচ্ছেন পেরুর স্ট্রাইকার পাওলো গুয়েরেরো। তিন গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন উরুগুয়ের লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার সার্জিও অ্যাগুয়েরো।
প্রথমার্ধের ৪১ মিনিটে পেরুর পক্ষে প্রথম গোলটি করেন উইলিয়াম চিরক। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ভেনেজুয়েলার মিডফিল্ডার টমাস রিঙ্কনকে। এরপর ১০ জনের ভেনেজুয়েলার ওপর চড়াও হয়ে খেলতে থাকে পেরু। ৬৩ মিনিটে নিজের প্রথম গোলটি করেন পাওলো গুয়েরেরো। শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে পর পর দুটি গোল করে কোপা আমেরিকার প্রথম হ্যাটট্রিকটি করেন পেরুর এই স্ট্রাইকার। ৭৭ মিনিটে ভেনেজুয়েলার পক্ষে সান্ত্বনাসূচক একটি গোল করতে সক্ষম হন জুয়ান ফার্নান্দো আরাঙ্গো।
আজ রাত একটায় কোপা আমেরিকার শিরোপা জয়ের লড়াইয়ে ফাইনালে মুখোমুখি হবে ফেবারিট উরুগুয়ে ও প্যারাগুয়ে।

No comments

Powered by Blogger.