বিচ হ্যাচারি ও চিটাগং ভেজিটেবলের শেয়ারের দাম বাড়ার কারণ তদন্তে কমিটি

বিচ হ্যাচারি ও চিটাগং ভেজিটেবলের শেয়ারের দাম মাত্রাতিরিক্ত বাড়ার কারণ বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।
এসইসি জানিয়েছে, ২০০৯ সালে বিচ হ্যাচারি লিমিটেডের শেয়ারের দাম মাত্রাতিরিক্ত হারে বেড়ে যায়। এর কারণ বের করতে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে।
২০১০ সালে চিটাগাং ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম মাত্রাতিরিক্ত বেড়ে যায়। এর কারণও বের করতেও এসইসি একটি তদন্ত কমিটি গঠন করেছে।

No comments

Powered by Blogger.