মাওবাদীদের নিয়ে অস্বস্তি বাড়ছে মমতার

পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের মাওবাদীদের তৎপরতা নিয়ে অস্বস্তি বাড়ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভা নির্বাচনের আগে মাওবাদীরা ঘোষণা দিয়েছিল, তারাও চাইছে মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হোক। মমতা এবং তাঁর তৃণমূল কংগ্রেসের নেতারাও বারবার বলেছিলেন, তাঁরা ক্ষমতায় এলে জঙ্গলমহলের উন্নয়নে ব্রতী হওয়ার পাশাপাশি রাজনৈতিক বন্দীদের মুক্তি দেবেন। একই সঙ্গে জঙ্গলমহল থেকে যৌথ বাহিনী প্রত্যাহার করার ব্যবস্থা নেবেন।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিপুল ভোটে বামফ্রন্টকে পরাজিত করে ক্ষমতায় এলেও তারা এখনো পুলিশি সন্ত্রাসবিরোধী জনগণের কমিটির কারাবন্দী সদস্য এবং মাওবাদীদের মুক্তি দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি।
যৌথ বাহিনী প্রসঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি এবং সাংসদ শুভেন্দু অধিকারী বলেছেন, তাঁরা যৌথ বাহিনী প্রত্যাহার চান, তবে বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য আরও কিছুদিন যৌথ বাহিনী রাখার পক্ষে।

No comments

Powered by Blogger.