দিল্লিতে পথশিশু ৫০ হাজার

ভারতের নয়াদিল্লির সড়কগুলোতে ৫০ হাজারেরও বেশি শিশু বসবাস করে। বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন ও ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট পরিচালিত এক আদমশুমারির প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
পরিচালিত জরিপের তথ্য সংকলন করে একটি বড় আকারের প্রতিবেদন তৈরি করা হয়েছে গত বছরের জুলাই ও আগস্ট মাসে। দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের কাছে সম্প্রতি ওই প্রতিবেদন পেশ করা হয়।
জরিপের তথ্য অনুসারে, এই শিশুদের অর্ধেকের বেশি নিরক্ষর এবং পাঁচ ভাগের একভাগ মেয়ে। তাদের প্রধান পেশা জিনিসপত্র কুড়ানো। অন্য পেশাগুলোর মধ্যে রয়েছে রাস্তায় বিভিন্ন জিনিস বিক্রি, ভিক্ষা এবং রাস্তার পাশে বিভিন্ন দোকান ও খাবারের দোকানে কাজ করা। মূলত পরিবারকে সাহায্য করা ও নিজেদের খাবার জোগানোর জন্যই রোজগার করে এসব শিশু। খাদ্য, চিকিৎসা, খাওয়ার পানি সংগ্রহ প্রভৃতি প্রয়োজনে তাদের অর্থ ব্যয় করতে হয়। এমনকি ৮৭ শতাংশ শিশুকে শৌচাগার ব্যবহারের জন্যও খরচ করতে হয়। মেয়েদের ক্ষেত্রে এ হার ৯০ শতাংশেরও বেশি। জরিপে শিশুদের মাদকাসক্তির কথাও নিশ্চিত করা হয়।

No comments

Powered by Blogger.