মিসরে মুসলিম ব্রাদারহুড থেকে পাঁচজন বহিষ্কার

মিসরের রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড পাঁচজন সদস্যকে বহিষ্কার করেছে। নতুন দল গঠনের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়।
মিসরের রাজধানী কায়রো থেকে প্রকাশিত সোরোউক পত্রিকায় গতকাল মঙ্গলবারের একটি প্রতিবেদনে বলা হয়, ব্রাদারহুডের গাইডেন্স কাউন্সিল দল থেকে ওই পাঁচজনকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে। মুসলিম ব্রাদারহুডের যুব শাখার ওই পাঁচজন সদস্য ইজিপশিয়ান কারেন্ট পার্টি নামের একটি দল গঠন করায় তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা গ্রহণ করা হয়।
বহিষ্কৃত আবদেল রহমান খলিল বলেন, ‘মোবারককে হটানোর আন্দোলনে শামিল হওয়ার সিদ্ধান্ত দলের গাইডেন্স কাউন্সিল থেকে নেওয়া হয়নি। তারপরও আমরা অনেকেই সেই আন্দোলনে যোগ দিই। তাহলে এখন কেন দল গঠনের জন্য আমাদের বহিষ্কার করা হবে?’ সম্প্রতি দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ব্রাদারহুডকে একটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়

No comments

Powered by Blogger.