বেন আলী ও তাঁর জামাতার ১৬ বছরের কারাদণ্ড

তিউনিশিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জয়নুল আবিদিন বেন আলী ও তাঁর জামাতাকে ১৬ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার তিউনিসিয়ার একটি আদালত দুর্নীতির দায়ে তাঁদের এই সাজা দেন।
আদালতটি বেন আলী ও একসময়ের প্রভাবশালী ব্যবসায়ী শাকের আল-মাতেরিকে নয় কোটি ৭০ লাখ দিনার করে জরিমানা করেন। বেন আলীর মেয়ে নাসরিনকেও আট বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আসামিদের অনুপস্থিতিতেই এই রায় দেন আদালত। এটি ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টের বিরুদ্ধে উত্থাপিত অগিযোগগুলোর তৃতীয় বিচারের রায়। এতে সাবেক প্রেসিডেন্টকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলেও তিনি হাজির হতে অস্বীকার করেন। সরকারবিরোধী বিক্ষোভের মুখে গত জানুয়ারিতে ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান বেন আলী।
এর আগে গত মাসে বেন আলী ও তাঁর স্ত্রী লাইলা ত্রাবলসিকে ৩৫ বছর করে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। নগদ অর্থ ও বিশাল অঙ্কের মূল্যবান অলংকার আত্মসাতের দায়ে তাঁদের দণ্ডিত করা হয়। এর আগে মাদক ও ক্ষেপণাস্ত্র রাখার অভিযোগে বেন আলী দোষী সাব্যস্ত হন।

No comments

Powered by Blogger.