দুঃখ ভুলতে পারছেন না মেসি

মিশন কোপা আমেরিকা শেষ হয়েছে চরম ব্যর্থতায়। কিন্তু দুঃখটা এখনো ভুলতে পারেননি লিওনেল মেসি। সেই হতাশাই ঝরে পড়ছে তাঁর কণ্ঠে। অবশ্য ভবিষ্যতের দিকেও তাকাচ্ছেন এই বলে, ‘আমি আসলেই বেদনাহত। কোপায় আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। কিন্তু আমাদের ভবিষ্যতের দিকেই তাকাতে হবে। সামনে গুরুত্বপূর্ণ সব ম্যাচ আসছে। বিশ্বকাপ বাছাইপর্বের জন্যও প্রস্তুত হতে হবে।’
মেসির জন্য এখন প্রস্তুত হওয়াটা তাঁর ক্লাবের জন্যও। গত মৌসুমে ৫৩ গোল করা মেসি অবশ্য বার্সেলোনার প্রাক-মৌসুম সফরে যোগ দেননি। এর বদলে চিলিতে গেছেন প্রীতি ম্যাচ খেলতে। চিলিরই উঠতি তারকা আলেক্সিস সানচেজ যোগ দিয়েছেন বার্সায়। নতুন সতীর্থ সম্পর্কে তাঁর মন্তব্য, ‘ব্যক্তিগতভাবে ওকে সেভাবে চিনি না। তবে খেলোয়াড় হিসেবে ও কী করতে পারে, সেটা ইতালির ক্লাব ফুটবলে আর চিলি জাতীয় দলে খেলার সময়েই দেখিয়ে দিয়েছে। আমাদের জন্য সে অনেক কিছু এনে দেবে। ও শিগগিরই মানিয়েও নিতে পারবে। ওকে সই করানোটা আমাদের জন্য দারুণ হয়েছে।’

No comments

Powered by Blogger.