বিমান দুর্ঘটনার জন্য রাশিয়াকে আংশিক দায়ী করল পোল্যান্ড

প্রেসিডেন্ট লেস কাচজিনস্কিকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হওয়ার জন্য রাশিয়াকে আংশিক দায়ী বলে চিহ্নিত করেছে পোল্যান্ড। তারা বলছে, পাইলটের ভুলই ছিল দুর্ঘটনার চূড়ান্ত কারণ। কিন্তু রুশ বিমানবন্দর ও তাদের কন্ট্রোলাররাও এ জন্য দায়ী ছিলেন।
গত বছরের এপ্রিলে রাশিয়ায় সংঘটিত ওই দুর্ঘটনায় পোল্যান্ডের প্রেসিডেন্টসহ ৯৬ জন নিহত হন।
ঘটনাটি তদন্তে গঠিত পোল্যান্ড সরকারের তদন্ত কমিটি গতকাল শুক্রবার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিমানটির পাইলটরা ঘন কুয়াশার মধ্যে বিমান অবতরণ না করার সিদ্ধান্ত নেন। তবে ওই সিদ্ধান্ত নিতে বেশি দেরি করে ফেলেছিলেন। তাঁদের যথেষ্ট প্রশিক্ষণও ছিল না। এতে বলা হয়, রাশিয়ার বিমানবন্দরের নিয়ন্ত্রকেরা বিমানবন্দর থেকে দূরত্বের বিষয়ে ভুল তথ্য দিয়ে তাঁদের বিভ্রান্ত করেছিলেন।
রাশিয়ায় তৈরি তুপোলেভ বিমানটিতে পোল্যান্ডের প্রেসিডেন্ট কাচজিনস্কি, তাঁর স্ত্রী মারিয়া, পোলিশ সেনাবাহিনীর কয়েকজন শীর্ষ কমান্ডার ও দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ ৯৬ জন নিহত হন। তাঁরা সবাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত বাহিনীর হাতে নিহত পোলিশ বন্দীদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পশ্চিম রাশিয়ার স্মলেনস্কে পরিত্যক্ত এক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় বিমানটি।

No comments

Powered by Blogger.