হামা শহরের গভর্নরকে বরখাস্ত করলেন বাশার

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গতকাল শনিবার হামা শহরের গভর্নরকে বরখাস্ত করেছেন। এর আগে গত শুক্রবার সিরিয়াজুড়ে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছে। এই দিন নিরাপত্তা বাহিনীর গুলি ও গোলার আঘাতে ২৮ বিক্ষোভকারী নিহত হয়।
গতকাল সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ হামার গভর্নর আহমেদ খালেদ আবদেল আজিজকে বরখাস্ত করেছেন। শুক্রবার হামায় বাশারের পদত্যাগের দাবিতে কয়েক লাখ মানুষ বিক্ষোভ করে।
ন্যাশনাল অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের প্রধান আম্মার কোরাবি নিকোসিয়া থেকে জানান, শুক্রবার ইদলিব প্রদেশে সেনারা সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক দমন অভিযান চালিয়েছেন। এতে ১৬ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। তাঁদের মধ্যে ৫০ বছর বয়সী একজন মা ও তাঁর ২০ বছর বয়সী মেয়েও রয়েছেন। আল-বারা গ্রামে মুরগির বাচ্চা উত্পাদনের একটি খামারে সেনাবাহিনীর গোলা নিক্ষেপের ঘটনায় তাঁদের প্রাণহানি ঘটে।
আম্মার কোরাবি আরও জানান, কয়েকটি শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি ছুড়ে। এতে সরকারবিরোধী বিক্ষোভের কেন্দ্রস্থল হোমসে আটজন এবং রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী কাদামে দুজন নিহত হয়। এ ছাড়া সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে একজন ও ভূমধ্যসাগরের উপকূলীয় শহর লাটাকিয়ায় অপর একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল জানান, শুক্রবারের বিক্ষোভে প্রায় পাঁচ লাখ মানুষ অংশ নেয়। গত মার্চে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ।

No comments

Powered by Blogger.