বাহরাইনে শিয়া নেতাদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু

বাহরাইনে চলমান রাজনৈতিক সংকট সমাধানে দেশটির সুন্নি শাসকগোষ্ঠী শিয়া নেতাদের সঙ্গে আলোচনার জন্য জাতীয় সংলাপের প্রক্রিয়া শুরু করেছে। এতে সরকারবিরোধী প্রধান শিয়া জোট আল উয়িফাক যোগ দেবে বলে জানা গেছে।
গতকাল শনিবার সংলাপের উদ্বোধনী অধিবেশন রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এতে বাহরাইনের পার্লামেন্টের স্পিকার খলিফা ধারানি বলেন, ‘সংলাপের আগে কোনো শর্ত আরোপ করা যাবে না। সংলাপে সবার মতামত নেওয়া হবে। সবার কাছ থেকে গ্রহণযোগ্য মত নিয়ে রাজনৈতিক সংস্কারের প্রক্রিয়া পুনরায় শুরু করা হবে।’
সংলাপের প্রসঙ্গে বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা বলেন, সংলাপে সব ধরনের বিকল্প নিয়েই আলোচনা হতে পারে।
শিয়া জোট আল উয়িফাকের নেতা শেখ আলী সালমান গত শুক্রবার সমর্থকদের উদ্দেশে বক্তব্যে বলেন, ‘আল উয়িফাক জনগণের দাবি থেকে সরে আসবে না। নির্বাচিত সরকার, সুষ্ঠু নির্বাচনী আইন ও পূর্ণ ক্ষমতাসম্পন্ন পার্লামেন্ট জনগণেরই দাবি।’
সুন্নিশাসিত বাহরাইনে সাংবিধানিক সংস্কার, রাজবন্দীদের মুক্তি ও নাগরিক অধিকারের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন চলছে। এতে সহিংসতায় এ পর্যন্ত ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। শিয়ারাই দেশটিতে সংখ্যাগরিষ্ঠ। কিন্তু বংশপরম্পরায় শাসন চালিয়ে যাচ্ছে সুন্নি আল-খলিফা রাজপরিবার। বর্তমান বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা ১৯৯৯ সাল থেকে ক্ষমতায় আছেন।

No comments

Powered by Blogger.