সেরা টেস্ট একাদশ নির্বাচন

আর মাত্র ১৮ দিন। এরপরই টেস্ট ক্রিকেট ছুঁতে যাচ্ছে নতুন মাইলফলক। ক্রিকেট-তীর্থ লর্ডসে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচটিই হতে যাচ্ছে ক্রিকেট ইতিহাসের ২০০০তম টেস্ট। এই স্মরণীয় মুহূর্তটাকে আরও স্মরণীয় করে রাখতে চায় আইসিসি। তাই বেশ ঘটা করেই নানা অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এরই অংশ হিসেবে সর্বকালের সেরা টেস্ট একাদশ নির্বাচনের ঘোষণা দিয়েছে তারা। ইন্টারনেটে সমর্থকদের ভোটে বাছাই করা হবে খেলোয়াড়। আইসিসির ক্রিকেট বিশেষজ্ঞদের মনোনীত প্যানেল থেকেই বেছে নিতে হবে পছন্দের ক্রিকেটার। একাদশে থাকবে দুজন ওপেনার, তিনজন মিডল-অর্ডার ব্যাটসম্যান, একজন অলরাউন্ডার, একজন উইকেটকিপার, তিনজন ফাস্ট বোলার ও একজন স্পিনার। আগামী ১৩ জুলাই মধ্যরাত পর্যন্ত ভোট দেওয়া যাবে। নির্বাচিত একাদশ ঘোষণা করা হবে লর্ডস টেস্টের আগেই।
ভোট দেওয়ার জন্য লগইন করতে হবে icc-cricket.yahoo.net এই ঠিকানায়। এরপর ক্লিক করতে ‘গ্রেটেস্ট টেস্ট টিম অব অল টাইম’ লিংকে। এ ছাড়া ভোট দেওয়া যাবে ফেসবুক (www.facebook.com/cricketicc) ও টুইটারেও (www.twitter.com/cricketicc)।

No comments

Powered by Blogger.