ব্রডের আচরণে বিরক্ত ফ্লাওয়ার

ফর্মে নেই স্টুয়ার্ট ব্রড। আর সে কারণেই কাল থেকে লর্ডসে শুরু হওয়া ভারতের বিপক্ষে ‘ঐতিহাসিক’ টেস্টে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
লর্ডস টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড স্কোয়াডে অবশ্য রয়েছেন ব্রড। তবে একাদশে ঢুকতে তাঁকে লড়াই করতে হবে টিম ব্রেসনানের সঙ্গে। স্কোয়াডে থাকলেও আপাতত যে তিনি টিম ম্যানেজমেন্টের সদয় বিবেচনায় নেই—তা পরিষ্কার হয়ে গেছে কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের কথাতেই। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাজে বল করা ব্রড সম্পর্কে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, পরিসংখ্যান যেভাবে বলছে, ব্রড শ্রীলঙ্কার বিপক্ষে ঠিক তেমন খারাপ করেননি। একজন তরুণ ক্রিকেটার হিসেবে তাঁর প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। তবে তাঁর পারফরম্যান্সটা আরও ভালো হতে হবে।’
ফ্লাওয়ার ব্রডের আচরণের ব্যাপারেও কিছুটা বিরক্ত। তিনি বলেছেন, ‘আমি জানি, ইংল্যান্ডের হয়ে খেলাটা সে উপভোগ করে। কিন্তু আচার-আচরণেও তাঁকে কিছুটা দায়িত্ব-সচেতন হতে হবে। তাঁকে আচার-আচরণে আরও সংযত হতে হবে।’
কাল লর্ডসে ব্রড খেলবেন কি না, এ ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি ফ্লাওয়ার। কিছুটা কৌশলী ঢংয়েই তিনি বলেছেন, ‘বেশ কয়েক বছর ধরেই ব্রড আমাদের দল নির্বাচনের অংশ।’ তিনি আরও বলেছেন, ‘লর্ডস টেস্টের জন্য আমরা আমাদের সেরা একাদশটাই বেছে নেব।

No comments

Powered by Blogger.