সাত মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার প্রায় সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। গত ডিসেম্বর-জানুয়ারিতে বাজারে ভয়াবহ ধসের পর এটাই সর্বোচ্চ লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই আজ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে এক হাজার ৭৬৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা প্রায় সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর এক হাজার ৭৮৩ কোটি টাকার লেনদেন হয়।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চলতি অর্থবছরে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ায় বিনিয়োগকারীরা আশ্বস্ত হয়েছেন। ফলে অনেক বিনিয়োগকারী আবারও বাজারে সক্রিয় হয়েছেন। ফলে বাজারে আর্থিক লেনদেন বেড়েছে। এমনকি জুন মাসের শেষ দিক থেকে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ যাচ্ছে।
ডিএসইতে আজ সাধারণ মূল্যসূচক ৩১.৫১ পয়েন্ট বেড়ে ৬,৬১৯.০৯ পয়েন্টে দাঁড়ায়। আজ লেনদেন হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২৭টির, কমেছে ১২৭টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টায় সূচক ৭৮ পয়েন্ট বাড়ে। বেলা একটায় সূচক ৭৫ পয়েন্ট বেড়েছিল।
আজ লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ইউনাইটেড এয়ার, ওয়ান ব্যাংক, গ্রামীণফোন, সোস্যাল ইসলামী ব্যাংক, বেক্সিমকো, আরএন স্পিনিং, এমআই সিমেন্ট, ইউসিবিএল, এমজেএল বাংলাদেশ লিমিটেড ও ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৩২.০৪ পয়েন্ট বেড়ে ১৮৮৫৪.০৪ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে হাতবদল হওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১১২টির, কমেছে ৮২টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১ কোটি টাকা বেশি।

No comments

Powered by Blogger.