গাদ্দাফির প্রতিনিধি ও মার্কিন কর্মকর্তাদের গোপন বৈঠক

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। গত রোববার বন্দর নগর ব্রেগায় এই গোপন বৈঠক হয় বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও স্থানের ব্যাপারে কিছু বলেনি।
যুক্তরাষ্ট্র বলেছে, বৈঠকে কর্নেল গাদ্দাফির সরে যাওয়ার দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে। এদিকে লিবিয়া সরকারের একজন মুখপাত্র বলেছেন, লিবিয়া সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের বিষয়টি সমর্থন করে। তবে তা হতে হবে পূর্বশর্ত ছাড়া।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা কর্নেল গাদ্দাফির প্রতিনিধিদের এই স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছেন যে লিবিয়ার নেতাকে সরে যেতে হবে।
বিবৃতিতে বলা হয়, বার্তাটি সাদামাটা ও দ্ব্যর্থহীন। আর তা হলো গাদ্দাফিকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে। যাতে নতুন রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা যায়।
লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম এ বৈঠককে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

No comments

Powered by Blogger.