গিনির প্রেসিডেন্টের বাসভবনে রকেট হামলা

গিনির প্রেসিডেন্ট আলফা কোন্দের বাসভবনে অজ্ঞাত দুর্বৃত্তরা গত সোমবার রাতে একটি রকেট ও গুলি ছুড়েছে। এতে একজন নিহত হয়। তবে কোন্দে অক্ষত রয়েছেন। গতকাল মঙ্গলবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার স্থানীয় সময় রাত দেড়টার দিকে রাজধানী কোনাক্রির উপকণ্ঠে প্রেসিডেন্টের বাসভবনে ওই হামলা চালানো হয়। ওই হামলা এক ঘণ্টা স্থায়ী হয়।
পশ্চিম আফ্রিকার দেশ গিনির দীর্ঘ সামরিক শাসনের ইতিহাস রয়েছে। গত বছরের ডিসেম্বরে দেশটির প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয়। ওই নির্বাচনে কোন্দে তাঁর প্রতিদ্বন্দ্বী সিলোউ দালিয়েন দায়ালোকে পরাজিত করেন। ১৯৫৮ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে গিনিতে এটাই প্রথম নির্বাচন।

No comments

Powered by Blogger.