বাতিস্তাতেই আস্থা আর্জেন্টিনার

ম্যারাডোনাকে ফিরিয়ে আনো’— আর্জেন্টিনার সমর্থকদের একটা বড় অংশজুড়ে উঠে গেছে এই দাবি। কোপার কোয়ার্টার ফাইনালের চেয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল অর্জন হিসেবে তো অনেক বড়। ম্যারাডোনাকে ফিরিয়ে আনার দাবি মানেই তো সার্জিও বাতিস্তাকে ছাঁটাইয়ের দাবি। কিন্তু কোপার ব্যর্থতার পরও বাতিস্তার ওপরই আস্থা রাখছে আর্জেন্টাইন ফুটবল সংস্থা (এএফএ)। প্রেসিডেন্ট হুলিও গ্রন্ডোনার ছেলে এবং এএফএর শীর্ষ কর্মকর্তা হামবার্তো গ্রন্ডোনা বলেছেন, ‘বড় কোনো পরিবর্তন আসছে না। আমরা ওই পথে হাঁটব না। কেন দল ব্যর্থ হলো, সেটি খুঁজে বের করতে দলের কোচিং স্টাফদের যথেষ্ট সময় দেওয়া হবে।’
কোচ হিসেবে বাতিস্তা তাঁর সেরা খেলোয়াড়দের চেনেন না—এমন সমালোচনাই হচ্ছে সংবাদমাধ্যমে। গ্রন্ডোনা জুনিয়র অবশ্য বলছেন, ‘বাতিস্তাকে অবশ্যই নিজের ভালোটা বুঝতে হবে। কোন খেলোয়াড় তাঁর কাজের নয়, সেটি খুঁজে বের করতে হবে। আশা করি, দলে সেই পরিবর্তন তিনি আনবেন। খেলার দৃষ্টিকোণ থেকে কোপা হয়তো আমাদের জন্য খুব ভালো যায়নি। কিন্তু সামনে (বিশ্বকাপ) বাছাইপর্বে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ অপেক্ষা করছে।’

No comments

Powered by Blogger.