সানচেজকে বার্সায় চান গার্দিওলা

ডেভিড ভিয়া লিগে গোল করেছিলেন ১৮টি, সব মিলে ৫০ ম্যাচে ২৩টি। পেদ্রোর লিগে গোল ১৩, সব মিলে ৫৪ ম্যাচে ২২। এমনটাই কেটেছে বার্সেলোনার মূল দুই স্ট্রাইকারের গত মৌসুম। পুরোদস্তুর স্ট্রাইকার না হয়েও লিওনেল মেসি ৫৫ ম্যাচে ৫৩ গোল করেছিলেন বলেই দুই স্ট্রাইকারের ব্যর্থতাটা সেভাবে চোখে পড়েনি। তবে কোচ পেপ গার্দিওলা স্পষ্টতই বুঝতে পারছিলেন, আরেকজন স্ট্রাইকার খুব দরকার।
রিয়ালের হোসে মরিনহো এবার নতুন করে ছক কষে নামবেন। এবার বার্সেলোনার চ্যালেঞ্জটা আরও বড়। চেষ্টা চলছে তাই শক্তি বাড়ানোর। ফ্যাব্রিগাসকে আর্সেনাল থেকে ফিরিয়ে আনার আশা এখনো ছাড়েনি বার্সা। তবে মাঝমাঠে জাভি-ইনিয়েস্তারা আছেন বলেই গার্দিওলার মূল লক্ষ্য আক্রমণভাগ। গত পরশু প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করে দেওয়ার পর কাল সংবাদ সম্মেলনে কোচ বলেছেন, ‘একজন ফরোয়ার্ডই আমাদের অগ্রাধিকার তালিকার শীর্ষে আছে।’
সেই অগ্রাধিকার তালিকায় যে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছেন অ্যালেক্সিস সানচেজ, সেটাও খোলাখুলি বলেছেন গার্দিওলা, ‘আমরা তিন-চারজনের কথা ভাবছি। আমরা যে ধরনের খেলোয়াড় চাইছি, তার সঙ্গে অ্যালেক্সিস সবচেয়ে বেশি মিলে যায়। সে তরুণ। তিন ফরোয়ার্ড নিয়ে খেললে সে ভালো মানিয়ে নিতে পারবে।’
তিন স্ট্রাইকারের পরিকল্পনা থেকেই বোঝা যাচ্ছে, এই মৌসুমে আরও আক্রমণাত্মক বার্সেলোনাকেই দেখবে সবাই। তবে সানচেজের দিকে চোখ আছে ম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যানচেস্টার সিটিরও। তবে উদিনেসের সঙ্গে চুক্তিবদ্ধ সানচেজ বলে দিয়েছেন, ‘হয় বার্সায় যাব, নয়তো কোথাও নয়।’ চিলির আর্জেন্টাইন কোচ ক্লদিও বোর্গিও মনে করেন, সানচেজের খেলার ধরন ইংলিশ ফুটবলের চেয়ে স্প্যানিশ ফুটবলের সঙ্গেই বেশি মানায়।

No comments

Powered by Blogger.